॥ মোক্তার হোসেন, ষ্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন জানান, পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২১হাজার ৪৪টি দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার (২৪ মার্চ) পাংশা পৌরসভাসহ উপজেলার হাবাসপুর, বাবুপাড়া, যশাই ও মাছপাড়া ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। এর আগে বাহাদুরপুর, মৌরাট, কলিমহর, কশবামাজাইল, পাট্টা ও সরিষা ইউপিতে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকালে সরেজমিন হাবাসপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান এবং অত্র ইউপির দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহা. জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলছে।
হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান জানান, তার ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাভোগীর সংখ্যা ২হাজার ৬০৭টি পরিবার।
পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন জানান, পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২১হাজার ৪৪টি দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি শেষ হয়েছে।