Friday , 4 April 2025

হাতিয়ায় এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের পথসভায় হামলায় আহত অর্ধশতাধিক।।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  ॥

নো য়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলায় অর্ধশতাধিক আহত।

 

 

স্থানীয় বিএনপির নেতৃত্বে একটি দল স্লোগানে লাঠি সোটা, ইটপাটকেল ,অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে। এ সময় আমি সহ আমার নেতা কর্মী পঞ্চাশেরও অধিক আহত হয়েছে

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই হামলার ঘটনা ঘটেছে। হান্নান মাসুদ জানান, স্থানীয় বিএনপির নেতৃত্বে একটি দল স্লোগানে লাঠি সোটা, ইটপাটকেল ,অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে। এ সময় আমি সহ আমার নেতা কর্মী পঞ্চাশেরও অধিক আহত হয়েছে।

গুরুতর আহত ছাত্র আন্দোলনের নেতা নিরব সহ বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে ।আব্দুল হান্নান মাসুদ আরো বলেন, হামলাকারীরা আমার গাড়িভাঙচুর করেছে এবং আমাদের ৪-৫ টা মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।

জানা গেছে, উপজেলার জাহাজমারা বাজারে জাতীয় নাগরিক পার্টির পথসভা চলছিল। অন্যদিকে সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেটে কৃষক দলের এক ইফতার মাহফিলে কৃষকদলের সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাহাজমারা বাজারে প্রতিবাদ মিছিল বের করে বিএনপি। এ সময় দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়ার প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্বনির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথাসময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেয়। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন ইউছুফ।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে কৃষক দলের একটি ইফতার মাহফিলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে কুপিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এই মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্বদিকে গেলে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজনা দেখা দেয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, যৌথ নৌবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি এখন শান্ত রয়েছেন।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …