Friday , 4 April 2025

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ।

॥ নিজস্ব প্রতিনিধি ॥

মা নিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ বুধবার (২৬ শেষ মার্চ) ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন ।

 

আপনাদের জন্য দীর্ঘায়ু কামনা করি। পরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাছাড়া সারাদিন ব্যাপী মানিকগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড, সদর উপজেলা ,রাজনৈতিক, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক, সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ৯টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা , শহীদ বীর মুক্তিযোদ্ধা কে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পৌরসভা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনাদের জন্য আমাদের প্রশাসনের স্নেহ ভালোবাসা দোয়া সর্বদাই থাকবে।

আপনাদের জন্য দীর্ঘায়ু কামনা করি। পরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাছাড়া সারাদিন ব্যাপী মানিকগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …