Friday , 4 April 2025

সলঙ্গা থানা জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ জেলার সলঙ্গা থানা জিয়া মঞ্চের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানটি দেশ ও জাতির উদ্দেশ্যে কোরআন খতমের মাধ্যমে দিয়ে শুরু হয়, এরপর বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৮ মার্চ ২০২৫) বিকেল ৪টায় সিরাজগঞ্জের আরিফ মরিয়ম চক্ষু ও জেনারেল হাসপাতালে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি দেশ ও জাতির উদ্দেশ্যে কোরআন খতমের মাধ্যমে দিয়ে শুরু হয়, এরপর বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব সিরাজুল আলম সরদার। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান লিটন। দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সলঙ্গা থানা জিয়া মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জিয়া মঞ্চের সদস্য সচিব আইয়ুব আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলঙ্গা থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম বাবলু। বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের কথা তুলে ধরেন এবং তার পরিবারের কল্যাণ কামনা করেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজ-সেবামূলক কার্যক্রম ও মানবকল্যাণে তারা নিয়মিত ভূমিকা রাখবেন।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …