Friday , 4 April 2025

হাতিয়ায় আলোর মশালের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  ॥

নো নোয়াখালীর হাতিয়ায় আলোর মশাল নামের সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

 

 

আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা যখন শোষণ, লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে এবং মানুষের অধিকারের কথা বলি তখন ওদের মাথা খারাপ হয়ে যায়। ওরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা করে আবার আওয়ামীলীগ’কে ট্যাগ লাগিয়ে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংদের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, সামাজিক সংগঠন আলোর মশালের সাবেক সভাপতি মাকছুদুর রহমান ও মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা যখন শোষণ, লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে এবং মানুষের অধিকারের কথা বলি তখন ওদের মাথা খারাপ হয়ে যায়। ওরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা করে আবার আওয়ামীলীগ’কে ট্যাগ লাগিয়ে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে। সামাজিক সংগঠন আলোর মশালের কর্মকান্ডে প্রশংসা করে বলেন, মানুষের উপকারে ও সমাজের কল্যানে আমাদের সকলকে এগিয়ে আসা উচিৎ।

তিনি এ হাতিয়াকে স্বপ্নের হাতিয়া এবং উন্নয়নের হাতিয়ায় রূপ দেওয়ার জন্য দ্বীপবাসীর সহযোগিতা কামনা করেন। পরে দুস্ত ও অসহায়দের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এসময় হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, সংবাদ কর্মী ছায়েদ আহামেদ এবং উত্তম সাহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্ধশত দুস্ত ও অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Check Also

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উ ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট …