Sunday , 6 April 2025

৯ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে রোববার

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

টা না ৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার (৬ এপ্রিল) সকাল থেকে পুনরায় শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

বন্দর কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়ী মহল ও স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, পুরোদমে বন্দর সচল হলে বাণিজ্যিক গতি আরও বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ ছুটির পর রোববার সকাল ৯টা থেকে স্বাভাবিকভাবে বন্দর কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, কাস্টমস কর্মকর্তা, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে প্রস্তুতি ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। আগত পণ্যবাহী ট্রাকগুলোর দ্রত নিষ্পত্তির জন্য কাস্টমস কর্তৃপক্ষ অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা জানান, দীর্ঘ ৯ দিনের ছুটির পর বন্দরের কার্যক্রম চালু হলে উভয় দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং সীমান্তবর্তী এলাকার শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

প্রসঙ্গত, ভোমরা স্থলবন্দর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বন্দর। এটি ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত। এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য—যেমন কাঁচামাল, খাদ্যপণ্য, পেঁয়াজ, চাল, ফলমূল, কয়লা, মশলা ও বিভিন্ন নির্মাণ সামগ্রী আমদানি-রপ্তানি হয়ে থাকে।

তবে ছুটি চলাকালীন সময়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এতে যাত্রীরা নির্বিঘ্নে সীমান্ত অতিক্রম করতে পেরেছেন।

বন্দর কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়ী মহল ও স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, পুরোদমে বন্দর সচল হলে বাণিজ্যিক গতি আরও বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Check Also

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন রবিবার (৬ এপ্রিল) …