Friday , 11 July 2025

মোংলা বাশতলা এলাকার সন্ত্রাসী মিজান শেখ অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং ল উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় সংখ্যালঘু সম্প্রদয়ের  অসহায় পরিবারকে মেরে রক্তাক্ত জখম, বাড়ির জায়গা ও চিংড়ী ঘের দখল, একাধিক মামলার পলাতক সন্ত্রাসী মোঃ মিজান শেখ (৪০) কে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মোংলা থানা পুলিশ।

 

আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনসাধারন ভাষ্যমতে সে দুর্ধর্ষ সন্ত্রাসী এবং বহু অপরাধের সাথে জড়িত সে। এলাকায় বহু অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত, এ ব্যাপারে মামলা হলে দীর্ঘদিন পলাতক ছিল মিজান শেখ।

শনিবার (৬ই মার্চ) গভীর রাতে মোংলা থানার (ওসি) তদন্ত  মোঃ মানিক চন্দ্র সহ একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া ভিআইপি মোড় বাঁশতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। রাতে ওই এলাকায় গিয়ে নিরীহ মানুষদের ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকান্ড করছিল।

গ্রেফতারকৃত সন্ত্রাসী মিজান শেখ সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড বাশতলা এলাকার মোঃ আব্দুল শেখের ছেলে। রবিবার দুপুরের পর তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানায়, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনসাধারন ভাষ্যমতে সে দুর্ধর্ষ সন্ত্রাসী এবং বহু অপরাধের সাথে জড়িত সে। এলাকায় বহু অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত, এ ব্যাপারে মামলা হলে দীর্ঘদিন পলাতক ছিল মিজান শেখ। এছাড়া মিজান শেখের ছোট ভাই মোঃ জিয়ার শেখ এলাকার একই মামলার ১নং পলাতক আসামী। তাকেও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …