॥ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥
ফি লিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) পাংশায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসলায়েলি পণ্য ক্রয়-বিক্রয় বন্ধের আহবান জানানো হয়। পাংশা সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জানা যায়, ব্যানার-ফেস্টুনসহকারে সোমবার সকাল ১১ টার দিকে পাংশা সরকারী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দত্ত মার্কেট তিন রাস্তা মোড়ে সমবেত হয় ছাত্র-জনতা।
সেখানে সমাবেশে পাংশা সরকারী কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা মোঃ আলিমুজ্জামান ও রাজু বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আলিমুজ্জামান।
উপস্থাপনা করেন খোন্দকার নাসিম রানা। কর্মসূচিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসলায়েলি পণ্য ক্রয়-বিক্রয় বন্ধের আহবান জানানো হয়। পাংশা সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল