॥ মোক্তার হোসেন, ষ্টাফ রিপোর্টার ॥
ফি লিস্তিনিদের উপর ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে শুক্রবার (১১ এপ্রিল) বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে পাংশার তাওহীদি জনতা।সমাবেশ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা এবং ইসরাইলী পণ্য বর্জনের ঘোষণা করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।
শুক্রবার জুম্মার নামাজ শেষে ব্যানার-ফেস্টুন ও ফিলিস্তিনের পতাকাসহ খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন মসজিদের মুসল্লীরা পাংশা পৌরসভা মাঠে সমবেত হন। সেখান থেকে একযোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক হয়ে বিক্ষোভ মিছিল পাংশা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে পাংশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুছার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মাওলানা মোঃ আলিমুজ্জামান,
মাওলানা মোঃ আব্দুল ক্দুুস, মোঃ সুলতান মাহমুদ, মাওলানা মোঃ এনামুল হক, মাওলানা মোঃ আব্দুল হালিম, মাওলানা মোঃ ইয়াছিন আলী বিশ্বাস, হাফেজ মোঃ আব্দুল্লাহ, মাওলানা মোঃ আব্দুস সোবাহান ও পাংশা উপজেলা ছাত্র মজলিশের সভাপতি মাহিম বিন আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন।
সমাবেশ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা এবং ইসরাইলী পণ্য বর্জনের ঘোষণা করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।