॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
বাং লা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন ও নববর্ষকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা উপজেলা ও পৌর শাখা।
পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।
১৭ বছর পর উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া বর্ণাঢ্য ও আনন্দঘন এ শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে দলটি সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে।
শোভাযাত্রায় উপজেলা বিএনপির আহবায়ক স ম ফরিদ, সদস্য সচিব আ: মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকর আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা সালাম ব্যাপারী, দিদারুল ইসলাম দিদার, ছাত্রদল নেতা সজিব মিয়া শান্ত, মাশরাফি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।
উল্লেখ্য, পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।