Saturday , 19 April 2025

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২২ লাখ ৯০ হাজার টাকার হীরার নাকফুল আটক

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল মূল্যের হীরার গহনা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিক নির্দেশনায় পরিচালিত এক অভিযানে ভারত থেকে পাচারকালে ২২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৯০টি হীরার নাকফুল জব্দ করা হয়।

অভিযানের সময় এক চোরাকারবারী পায়ে হেঁটে সীমান্ত এলাকা অতিক্রমকালে বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে সঙ্গে থাকা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই প্যাকেটটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৯০টি হীরার নাকফুল জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে ভারত থেকে হীরার গহনা বাংলাদেশে পাচার হওয়ার সম্ভাবনার কথা জানতে পারে তারা। তথ্যের সত্যতা যাচাই করে অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সেখানে কৌশলে অবস্থান নেয়।

অভিযানের সময় এক চোরাকারবারী পায়ে হেঁটে সীমান্ত এলাকা অতিক্রমকালে বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে সঙ্গে থাকা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই প্যাকেটটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৯০টি হীরার নাকফুল জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।

আটককৃত হীরার গহনাগুলো যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে অবৈধ পণ্যের পাচার রোধে তাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

Check Also

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতা সহ আহত-৩

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে …