Thursday , 1 May 2025

হাতিয়ায় বিএনপি’র উদ্যোগে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  ॥

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা বিএনপি’র উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গলবার বিকাল পাঁচটায় মঙ্গল শোভাযাত্রাটি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শহীদ মিনার হতে আরম্ভ করে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দ্বীপ সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

 

 

 বাংলা নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে দলীয় ভাবে এই আয়োজন করা হয়। এতে নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা যায়।‌ পরে নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় সকলের মঙ্গল বয়ে আনুক এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএন পি সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত। এছাড়াও মোঃ আশিক ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি, মাছুদুর রহমান বাবর উপজেলা বিএনপির সহ-সভাপতি,‌ লুৎফুল্লাহ হিল মজিদ নিশান যুগ্ম সাধারণ উপজেলা বিএনপি, হাতিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আদনান,

সদস্য সচিব মোঃ সুমন, ছাত্রদলের সদস্য সচিব রিয়াজউদ্দিন সহ উপজেলার বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলা নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে দলীয় ভাবে এই আয়োজন করা হয়। এতে নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা যায়।‌ পরে নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় সকলের মঙ্গল বয়ে আনুক এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Check Also

আইজিপি ব্যাজে ভূষিত হলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি ( তদন্ত) উত্তম কুমার ঘোষ।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ ক্লু লেস হত্যাকান্ড উদঘাটন, মাদক নির্মুলে বিশেষ ব্যবস্থা …