Sunday , 20 April 2025

সাতক্ষীরায় ছাত্রদল নেতার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে কলম, অন্যান্য শিক্ষাসামগ্রী ও সুপেয় পানি বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকেএম আবু রায়হান।

ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি স্যালাইন, কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে’।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এসএসসি পরীক্ষা শেষে এসব কলম, শিক্ষাসামগ্রী, সুপেয় পানি ও খাওয়ার স্যালাইন পরীক্ষার্থীদের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকেএম আবু রায়হান জানান, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি স্যালাইন, কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে’।

পানি স্যালাইন, কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণকালে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাজা, তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন, সাবেক আপ্যায়ান সম্পাদক মোঃ প্রান্ত, ছাত্রদল নেতা মোহাম্মদ নাহিদ হাসান, সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আজমাউল হোসেন, হৃদয় সহ ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Check Also

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী সহ জিম্মি থাকা দুই জন জেলেকে উদ্ধার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের …