Sunday , 20 April 2025

মোংলায় নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা উপজেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা সাবরেজিস্ট্রার ভবন সংলগ্ন একটি হলরুমে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়, যার কার্যকাল দুই বছর।

সভায় সভাপতিত্ব করেন কাজী শাহ মোহাম্মদ বাকী বিল্লাহ এবং সভা পরিচালনা করেন কাজী বোরহান উদ্দিন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়, যার কার্যকাল দুই বছর।

নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন: সভাপতি: কাজী সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক: কাজী ফোরকান উদ্দিন সাংগঠনিক সম্পাদক: কাজী হাফিজুর রহমান কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: কাজী আমজাদ হোসেন সহ-সভাপতি: কাজী বোরহান উদ্দিন উপদেষ্টা: কাজী শাহ মোহাম্মদ বাকী বিল্লাহ উপদেষ্টা: কাজী জাকির হোসেন কোষাধ্যক্ষ: কাজী ওমর ফারুক সহ-সাধারণ সম্পাদক: কাজী জুলফিকার নাইম সদস্য: কাজী ওহিদুজ্জামান সদস্য: হিন্দু রেজিস্ট্রার সনজিব সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি তাদের পূর্ণ আস্থা ও সমর্থন জানান এবং ভবিষ্যতে নিকাহ রেজিস্ট্রেশন সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

Check Also

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী সহ জিম্মি থাকা দুই জন জেলেকে উদ্ধার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের …