Sunday , 20 April 2025

উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ও সকাল—এই দুই সময়ের মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে।

অপরদিকে শুক্রবার সকালেও মহাসড়কের ব্রহ্মকপালিয়া এলাকায় আরেকটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

রাত ১২ টার দিকে উপজেলার নবগ্রাম রেলওয়ে ওভার-পাসের নিচে একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন আহত হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

নিহতরা হলেন—মাইক্রোবাসচালক মনছুর আলম বাবলু (৪০), পিতা মতিউর রহমান এবং যাত্রী মানিক চন্দ্র শীল (৪২), পিতা জীবন চন্দ্র শীল। তারা দুজনেই পাবনার আমিনপুর থানার রহিনাথপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত সুমন কুমার দাস (৪২) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে শুক্রবার সকালেও মহাসড়কের ব্রহ্মকপালিয়া এলাকায় আরেকটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ২ জন গুরুতর আহত হন। আহতদের সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে গ্লোবাল সংবাদ কে জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা-সংক্রান্ত তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী সহ জিম্মি থাকা দুই জন জেলেকে উদ্ধার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের …