Monday , 21 April 2025

সাতক্ষীরায় হারানো ১০১টি মোবাইল ফোন ও ৩ লাখ টাকা উদ্ধার

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০১টি মোবাইল ফোন এবং বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অন্য নম্বরে স্থানান্তরিত হওয়া সর্বমোট ৩,০৭,৮৯৫ টাকা উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তিগত সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মোবাইল হারিয়ে গেলে বা প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন এবং প্রযুক্তি ব্যবহার করে আইনগত সহায়তা গ্রহণের আহŸান জানান।

রোববার (২০ এপ্রিল) সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের তত্ত¡াবধানে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী নাগরিকগণ।

এ সময় তাঁরা জেলা পুলিশ ও সাইবার ইনভেস্টিগেশন সেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআইও-১ (ডিএসবি) চৌধুরী রেজাউল করিম, সাতক্ষীরা পুলিশ লাইন্স’র আরআই মোঃ আবুল কাসেম, আরও-০১ মোঃ মিরাজুল ইসলাম, রিজার্ভ অফিস এবং এসআই (নি:) মোল্যা জুয়েলসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মোবাইল হারিয়ে গেলে বা প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন এবং প্রযুক্তি ব্যবহার করে আইনগত সহায়তা গ্রহণের আহŸান জানান।

Check Also

তেঁতুলিয়ায় কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মাধ্যমে পুরস্কার বিতরণ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়ায় কিশোর-কিশোরীদের ক্রীড়া …