Friday , 25 April 2025

খলিফার হাটে আপন ভাইয়ের সম্পত্তি আত্মসাতের পায়তারা

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো য়াখালী সদর উপজেলার খলিফারহাট দেবীপুর গ্রামে আপন মায়ের পেটের ভাই কর্তৃক অপর ভাইয়ের পৈত্রিক ও খরিদকৃত সম্পত্তি জোর পুর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

 

খরিদকৃত সম্পত্তির কতেক অংশ স্ত্রীর নামে লিখে দিই। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন অজুহাতে আমার মালিকের সম্পত্তি ভোগ দখল করার জন্য উঠে পড়ে লেগে যায়। বিগত ২৬ অক্টোবর ২০২৪ স্বৈরাচারী সরকারের পতনের পর পরেই তারা আমার নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়ে ভুক্তভুগী মোঃ করিমুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় একাধিক অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না।

ঘটনার বিবরন ও অভিযুক্ত ভুক্তভোগী জানান, করিমুল হক সাহেব ২ কন্যা সন্তানের জনক। তার কোন ছেলে সন্তান নাই। মেয়েদের উচ্চতর লেখাপড়ার সুবাদে তিনি স্ত্রী সন্তান নিয়ে ঢাকা অবস্থান করেন। প্রতিপক্ষ ব্যক্তিগন তার আপন বড় ভাই ও তার ভাতিজা।

তিনি জানান, আমার বয়স হয়ে গেছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার পৈতৃক ও খরিদকৃত সম্পত্তির কতেক অংশ স্ত্রীর নামে লিখে দিই। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন অজুহাতে আমার মালিকের সম্পত্তি ভোগ দখল করার জন্য উঠে পড়ে লেগে যায়। বিগত ২৬ অক্টোবর ২০২৪ স্বৈরাচারী সরকারের পতনের পর পরেই তারা আমার নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার ক্রয়কৃত সম্পত্তি থেকে বিভিন্ন জাতের দামি আনুঃ ২লক্ষ ৮০ হাজার টাকার ফলবান ও কাঠ বৃক্ষ কেটে নিয়ে যায়। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করি।

এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিগত ১৪ ফেব্রুযারী খলিফারহাট থেকে বাড়ি আসার পথ গতিরোধ করে আমাকে লোহার রড দ্বারা পিটিয়ে প্রাণে হত্যার চেষ্টা করে। আমার শৌর চিৎকারে লোকজন দৌড়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আমি থানায় পুনরায় অভিযোগ করি। এরপর আমি ঢাকা চলে যায়। এরিমধ্যে বিগত ২৫ মার্চ তারা আমার লিজকৃত পুকুর থেকে প্রায় ৫ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়।খবর পেয়ে দ্রুত নোয়াখালী এসে আবারও থানাকে জানাই পুলিশ ঘটনাস্থল তদন্ত করে।

একের পর এক হামলা,লুট এবং আমার উপর নির্যাতনের আমি কোন বিচার পাচ্ছি না।
সরেজমিনে গিয়ে জানাযায়, বর্তমানে করিমুল হক সাহেব ঢাকায় অবস্থান করার কারনে জীবন ও সম্পত্তি দুটোই চরম নিরাপত্তাহীনতা এবং ঝুঁকিতে রয়েছে। মাছ লুট ও গাছপালা কেটে সাবাট করার ফলে তার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। তাই তিনি আইনশৃংখলা বাহিনী সহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জান মাল নিরাপত্তা স্বার্থে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

Check Also

সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মা-ছেলের মৃত্যু

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা এলাকায় এক মর্মান্তিক …