Friday , 2 May 2025

গোয়ালন্দে পদ্মা নদী থেকে মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলার আসামি গ্রেফতার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রা জবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট এলাকার পদ্মা নদীর একটি শাখা ক্যানাল থেকে মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত ব্যক্তি জিহাদ সরদার (২৬) বলে শনাক্ত করেছেন তাঁর বাবা সহিদ সরদার।

 

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিশেষ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় সুমানা পারভীন সেতুকে চর বালিয়াডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

স্থানীয়রা গত রোববার (২৭ এপ্রিল) দুপুরে ক্যানালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন (২৮ এপ্রিল) নিহতের বাবা সহিদ সরকার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়—স্থানীয় হৃদয় (২৪), নিহতের চাচাতো ভাই সোহাগ সরদার (২৭), এবং একজন নারী সুমানা পারভীন সেতু (২৪)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিশেষ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় সুমানা পারভীন সেতুকে চর বালিয়াডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম বলেন,তথ্য প্রযুক্তির সহায়তায় সুমানা পারভীন সেতুকে চর বালিয়াডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে পুলিশ সোহাগ সরদারকেও গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

উল্লাপাড়ায় ভূট্টা কাটা শুরু, ফলনে খুশি কৃষকরা—তবে বাজারদরে অসন্তোষ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় ভূট্রা ফসল কাটা শুরু …