Thursday , 1 May 2025

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার প্রকাশ

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় আম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই আম ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক আরো বলেন, জেলার কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব গোবিন্দভোগ আম পেড়ে ক্যামিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করেছে। যা ইতোমধ্যে অভিযান চালিয়ে জব্দ করে তা বিনষ্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানার আওতায় আনা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা-সুলতানপুর বড়বাজার কাঁচা পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব রজব আলী খাঁ সহ জেলার সাত উপজেলার কৃষি কর্মকর্তা, আম চাষী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বলেন, আগামী ৫ মে গোবিন্দভোগ ও গোপাল ভোগ, ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আ¤্রপালি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে। তবে আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে নির্ধারিত তারিখ স্থানীয় কৃষি অফিসারের পরামর্শক্রমে ৩ দিন কম-বেশি করা যেতে পারে।

জেলা প্রশাসক আরো বলেন, জেলার কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব গোবিন্দভোগ আম পেড়ে ক্যামিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করেছে। যা ইতোমধ্যে অভিযান চালিয়ে জব্দ করে তা বিনষ্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানার আওতায় আনা হয়েছে। আর সবার মতামত নিয়ে ঘোষিত নির্ধারিত সময়ের পূর্বে যারা অপরিপক্ব আম ভাঙবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Check Also

উল্লাপাড়ায় ভূট্টা কাটা শুরু, ফলনে খুশি কৃষকরা—তবে বাজারদরে অসন্তোষ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় ভূট্রা ফসল কাটা শুরু …