॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
“সাং বাদিকতায় বস্তুনিষ্ঠতা ও দেশপ্রেম জরুরি, অপ-সাংবাদিকতা নয় ”- এই মূল বার্তা সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্য জানার অধিকার নিশ্চিত করতে হলে সাংবাদিকদের নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি।
শনিবার (৩ মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে থানা চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে আবারো প্রেসক্লাবে এসে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।
সভায় বক্তব্য রাখেন: যুগের বার্তার বার্তা সম্পাদক আনিছুর রহমান, মনিরুজ্জামান, আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর, সুপ্রভাত সাতক্ষীরার উপসম্পাদক মো. মাজহারুল ইসলাম, আমিনুর রহমান, কামরুল ইসলাম, ডেইলি অবজারভারের জিল্লুর রহমান, যুগের বার্তার চিফ রিপোর্টার আমিনুর রশিদ, ছিদ্দিকুর রহমান, সিনিয়র সাংবাদিক এবিএম মুস্তাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসকে কামরুল হাসান, সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, বণিক বার্তার সাতক্ষীরা প্রতিনিধি সরোয়ার হোসেন এবং মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেথ বা ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসথ হিসেবে ঘোষণা করে। এই দিনটির মূল লক্ষ্য হলো সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।
বক্তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্য জানার অধিকার নিশ্চিত করতে হলে সাংবাদিকদের নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। সাংবাদিকরা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ রাষ্ট্র ও সমাজকে নিশ্চিত করতে হবে। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। দেশপ্রেম ছাড়া এই পেশায় আসা উচিৎ নয়। ৩৬ জুলাইয়ের পর অনেকেই সাংবাদিকতার নামে গুপ্তচরবৃত্তি করেছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। সাতক্ষীরা প্রেসক্লাব সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করে এবং প্রকৃত সাংবাদিকদের পাশে থাকবে।
তবে কেউ অপ-সাংবাদিকতার আশ্রয় নিয়ে সমর্থন প্রত্যাশা করলে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দিয়ে বক্তারা জানান, এই উদ্যোগ প্রেসক্লাবের পক্ষ থেকে খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। সভায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: আব্দুল আলিম, মাহফিজুল ইসলাম আক্কাজ, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম শাওন, হাফিজুর রহমান, মনিরুজ্জামান মনি, আল ইমরান, জাহিদুর রহমান, মামুন হোসেন, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি সাহেদ আলম লিটু, ইয়ারুল ইসলাম, শেখ মাসুদ, শাহজাহান আলম প্রমুখ।