॥ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের পাট্টা ইউনিয়ন ফের অশান্ত হয়ে উঠেছে। শনিবার (৩ মে সকাল) সাড়ে ৯টার দিকে পূর্ব দ্বন্দ্বের জের ধরে পাট্টার নিভা স্কুল মোড়ে প্রতিপক্ষের লোকজন রাশেদুল ইসলাম (২৮) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে।
আকিদুল ইসলাম বিএনপি নেতা সুমনের বাড়িতে অগ্নিসংযোগ করাসহ পৃথক আরো দুটি বাড়িতে হামলা-ভাংচুরের তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে পাট্টা ইউপিতে স্থানীয় বিএনপির দু’পক্ষের লোকজনের মধ্যে গোলযোগ ও উত্তেজনা চলছে।
পরিবারের লোকজন খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে আহত রাশেদুল মারা যায়। নিহত রাশেদুল উত্তর পাট্টা গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে। নিহত রাশেদুল স্থানীয় বিএনপির একটি গ্রুপের কর্মী বলে দাবী করা হয়।
পরবর্তীতে দুপুর ২টার দিকে পাট্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সুমনের বাড়িঘরে প্রতিপক্ষের লোকজন অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ওয়ালকরা টিনশেড বাড়িটির ব্যাপক ক্ষতি সাধন হয়। সুমনের বাড়িঘরে অগ্নিসংযোগসহ আরো দুটি বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।
এদিকে, রাশেদুল নিহত এবং সুমনের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপির দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা বাহিনীর একটি দল ও পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার পাট্টায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার তথ্য নিশ্চিত করেন।
পাট্টা ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকিদুল ইসলাম বিএনপি নেতা সুমনের বাড়িতে অগ্নিসংযোগ করাসহ পৃথক আরো দুটি বাড়িতে হামলা-ভাংচুরের তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে পাট্টা ইউপিতে স্থানীয় বিএনপির দু’পক্ষের লোকজনের মধ্যে গোলযোগ ও উত্তেজনা চলছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল