Friday , 9 May 2025

হাতিয়ার কৃতি সন্তান বাংলাদেশ এ‍্যাডহক কমিটির সদস্য।

॥  আরজু আক্তার,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

হা তিয়া’র কৃতি সন্তান মাহমুদুর রহমান রিয়াজ (মাহমুদ রিয়াজ) বাংলাদেশ ব‍্যাডমিন্টন ফেডারেশনের এ‍্যাডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ১৪(৩) ধারা অনুসারে ২৩ এপ্রিল ২০২৫ তারিখ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তিনি এ নিয়োগ পান ।

তিনি একাধারে চ্যাম্পিয়ন খেলোয়াড় , ব‍্যাডমিন্টন আম্পায়ার, ফুটবল রেফারি, রাগবি কোচ ও রেফারি ছিলেন এবং বর্তমানে একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

 জাতীয় ক্রীড়াঙ্গনে একজন উজ্জ্বল নক্ষত্র মাহমুদ রিয়াজ ক্রীড়া ক্ষেত্রে সততা ও যোগ্যতার মাধ্যমে অনন্য অবদান রেখে যাচ্ছেন; এরই স্বীকৃতিস্বরুপ তার এ নিয়োগ হাতিয়াবাসীর জন্য সম্মানের এবং গর্বের। জনাব মাহমুদ রিয়াজ বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক পদে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।

তিনি একাধারে চ্যাম্পিয়ন খেলোয়াড় , ব‍্যাডমিন্টন আম্পায়ার, ফুটবল রেফারি, রাগবি কোচ ও রেফারি ছিলেন এবং বর্তমানে একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা প্রত্যাশা করি বর্তমান কমিটির মাধ্যমে যোগ্য ক্রীড়াবিদগণ মূল‍্যায়নের ক্ষেত্রে মাহমুদ রিয়াজ বিশেষ অবদান রাখতে স্বক্ষম হবেন এবং ফেডারেশন আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস ।

Check Also

সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলের প্রান্তিক সুবিধা বঞ্চিত সুফল ভোগিদের মাঝে ৪৯২০ টি মুরগি বিতরণ করলেন প্রাণী সম্পদ অফিস

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ৮ মে ২০২৫ সকাল ১১.৩০ মিনিটে সদর …