Friday , 9 May 2025

চিকিৎসায় অবহেলার অভিযোগ সাতক্ষীরায় টনসিল অপারেশনের পর কিশোরীর মৃত্যু

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরার ন্যাশনাল হাসপাতালে টনসিল অপারেশনের পর তাসনিম নাহার খুশি (১৫) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। নিহত তাসনিম নাহার খুশি সাতক্ষীরা সদরের ইটাগাছা পূর্বপাড়ার শহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় দারুল উলুম মাদ্রাসার হাফেজা বিভাগের ছাত্রী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “রোগীর স্বজনরা মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে থানায় নিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খুশির গলায় টনসিলজনিত সমস্যা থাকায় তাঁকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. মো. জাহিদুল ইসলাম অপারেশন করেন।

শনিবার রাত ১০টার দিকে অপারেশন শেষে তাকে বেডে আনা হলে সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। রোগীর মা রিজিয়া খাতুন জানান, “আমি বারবার নার্স ও ডাক্তারকে ডাকলেও তারা সময়মতো কোনো ব্যবস্থা নেননি।

তাদের অবহেলাতেই আমার মেয়ে মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “রোগীর স্বজনরা মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে থানায় নিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে কথা বলতে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের পরিচালক হাফিজুর রহমানের কাছে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

Check Also

সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলের প্রান্তিক সুবিধা বঞ্চিত সুফল ভোগিদের মাঝে ৪৯২০ টি মুরগি বিতরণ করলেন প্রাণী সম্পদ অফিস

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ৮ মে ২০২৫ সকাল ১১.৩০ মিনিটে সদর …