Monday , 18 August 2025

নোয়াখালীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

বাং লাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।

 

বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২ তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার ৫ মে সকাল ৯.৩০ মিনিট থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত নোয়াখালী জেলা জজ আদালতের সামনে মানববন্ধন ও কর্ম বিরতি পালন করেন তারা।

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২ তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রায় শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। তারা অতিদ্রুত তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানান।

Check Also

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ অ ভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি,এই …