॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রা জবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্রদের ওপর হামলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
১০ মে শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে দৌলতদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাত্তার মেম্বার পাড়ার মৃত আব্দুল মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্রদের ওপর হামলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় এক ছাত্রের দায়েরকৃত মামলায় মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রের মামলায় মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।