Tuesday , 19 August 2025

ফুলবাড়ীতে ১শত বোতল ফেনসিডিল সহ মাসুদ রানা নামে একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি ॥

দি নাজপুর পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের নির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বুলু মিয়া, এ এসআই কমলাকান্ত সঙ্গীয় ফোর্স নিয়ে আজ ১১/০৩/২০২৫খ্রিঃ রবিবার দুপুর ১২.টায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানার লক্ষ্মীপুরে শিব মন্দির এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৩৮) কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

 

অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল ভারত থেকে চোরাচালান করে বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলে স্বীকার করে মাদক ব্যবসায়ী মাসুদ রানা।

মাদক ব্যবসায়ী মাসুদ রানা ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মোঃ রজব আলীর ছেলে। জানা যায় সীমান্তবর্তী এলাকায় বাড়ী থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল ভারত থেকে চোরাচালান করে বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলে স্বীকার করে মাদক ব্যবসায়ী মাসুদ রানা।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহীব্বুল ইসলাম বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল সহ একজন কে গ্রেপ্তার করা হয়েছে আসামীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু হয়েছে।
তাঁকে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন মাদক নিয়ন্ত্রণে ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।

Check Also

নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত, উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ অ ভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে …