॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
ব ঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের মান্দারবাড়িয়া থেকে উদ্ধার করা ৭৮ মুসলিককে কোস্ট গার্ড পশ্চি জোন মোংলা দ্বিগরাজ ঘাটিতে আনা হয়েছে। রবিবার দুপুরে সুন্দরবনের মান্দারবাড়িয়া থেকে মোংলা কোস্ট গার্ডের “স্বাধীন বাংলা জাহাজে” করে দ্বিগরাজ ঘাটিতে নিয়ে আশ্রায় দেয়া হয়। খাবার ও ওষুদ সরবরাহ শেষে সন্ধ্যায় তাদের শ্যামনগর থানায় হস্তন্তরের জন্য মোংলা থেকে সাতক্ষিরার দিক রওয়ানা হয় কোস্ট গার্ড।
কোস্টগার্ড ও বনবিভাগ সূত্রে জানা যায়, পুশইন করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, শুক্রবার রাতে তাদেরকে ভারতের কোস্ট গার্ড, বিএসএফ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া ফরেস্ট টহল ফাড়ির কাছে ফেলে রেখে চলে যায়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি সুত্রে জানা যায়, ভারতের বিএসএফ ও কোস্ট গার্ড সাগর পাড়ের সুন্দরবনের মান্দতারবাড়িয়া এলাকায় ফেলে রেখে যায়। পরে তারা পায়ে হেটে সুন্দরবেনর মান্দারবাড়িয়া ফরেষ্ট অফিসে আশ্রায় নেয়। খবর পেয়ে দেশীয় নৌবাহিনীরা ও কোস্ট গার্ড পুশইন করে ৭৮ জন মুসলিম ব্যক্তিকে রবিবার (১১ মে) দুপুরে বনের মান্দরবাড়িয়া থেকে মোংলার উদ্দেশে রওনা হয়।
বিকালে কোস্টগার্ডের জাহাজ “স্বাধীন বাংলা” ও একটি কাঠের ট্রলারে করে তাদেরকে মোংলা দ্বিগরাজ কোস্ট গার্ড পশ্চিম জোনে আনা হয়েছে। কোস্টগার্ড ও বনবিভাগ সূত্রে জানা যায়, পুশইন করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, শুক্রবার রাতে তাদেরকে ভারতের কোস্ট গার্ড, বিএসএফ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া ফরেস্ট টহল ফাড়ির কাছে ফেলে রেখে চলে যায়। পরে ভারতীয় এসকল নাগরিক কোন কুল কিনারা না পেয়ে পায়ে হেটে মান্দারবাড়িয়া ফরেস্ট স্টেশনে এসে আশ্রায় নেয়।
অন্য একটি সুত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ভারতের গুজরাটের বস্তিতে বসবাস করত তারা। ভারতের বৈধ নাগরিকত্ব দেখাতে না পারার কারণে তাদেরকে পুশইন করা হয়েছে। খবর পেয়ে মোংলা কোস্টগার্ড ঘটনাস্থলে যায় এবং তাদের উদ্ধার করা জন্য। মান্দারবাড়িয়ার বন বিভাগ তাদেরকে দুপুরে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। পুশইন করা ব্যক্তিদের ফরেষ্ট অফিসে থাকাকালীন বন বিভাগ থেকে জরুরী খাবার সরবরাহ করা হয়েছে।
রবিাবার সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন দপ্তর থেকে তাদেরকে সাতক্ষিরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে কোস্ট গার্ড অফিসে থাকাকালীন ভারতীয় এ ৭৮ জন মুসলিমকে খাবার ও ওষুদ সরবরাহ করা হয়েছে বলেও কোস্ট গার্ড থেকে জানানো হয়েছে। তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে তা কোস্টগার্ড থেকে যে কোন জায়গা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দায়ীত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে।