॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
আ গামী ১৬ মে খুলনা বিভাগে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও ১৭মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে মোংলা পৌর ও উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও ১৭মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে মোংলা পৌর ও উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মোংলা হোটেল টাইগারের হল রুমে উপজেলার শাখার আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুুতি সভায় জেলা যুবদলের সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা, যুগ্ম আহবায়ক মিঠু ফকির বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা শেষে মোংলা পৌর শাখার উদ্দ্যোগে মোংলা উপজেলা পরিষদের হল রুমে পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ কাশেমের সঞ্চালনায় খুলনা বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন, যুবদল নেতা সুমন মল্লিক,রতন মাহমুদ, মাঝিমাল্লা পারাপার সমিতির সভাপতি যুবদল নেতা মোঃ বেল্লাল, মামুন মল্লিক, মোল্লা মোহাম্মাদ কামরুল ইসলাম, বাইজিদ বোস্তামী রাব্বি, সরোয়ার হোসেন, মোঃ ওয়াসিম সহ মোংলা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।