Monday , 1 December 2025

দিনাজপুর পুলহাটে বিএডিসির যুগ্ম পরিচালকের অফিসে দুদকের অভিযান।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি ॥

দু র্নীতি বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

 

বাসার বলেন ডিলার নিয়োগে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

দিনাজপুর জেলার পুলহাটে সারের ডিলার নিয়োগে কোটি টাকা বানিজ্যের অভিযোগে বিএডিসি (সার) এর যুগ্ম পরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন(দুদক),  দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন,সহকারী পরিচালক খায়রুল বাসার ও কামরুন নাহার সহ এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তারা ডিলার নিয়োগের রেজুলেশন ডিলারের তালিকা এবং প্রয়োজনীয় কিছু নথিপত্র সংগ্রহ করেন।
দুদকের সহকারী পরিচালক খায়রুল বাসার বলেন ডিলার নিয়োগে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিএডিসি সার এর যুগ্ম পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা ডিলার নিয়োগের আবেদন গ্রহণ করে রেজিস্টার মেইনটেইন না করে ফরোয়ার্ডিং করে জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে পাঠিয়ে দেয়া হয়।

এখন থেকে সার ডিলার নিয়োগের আবেদন রেজিস্টারভুক্ত করতে বলা হয়েছে,এছাড়াও বিএডিসি কৃষি অফিস থেকে সার, বীজ ডিলার নিয়োগের আরও নথিপত্র সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে, কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক খায়রুল বাসার।
এ বিষয়ে বিএডিসি (সার) এর যুগ্ম পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন দুদকের একটি টিম অফিসে এসেছিল, তারা যেসব কাগজ নথিপত্র চেয়েছিল সেগুলো তাদের দেয়া হয়েছে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

Check Also

দেশীগ্রাম ইউপির ৩০৩ জন উপকারভোগীর মাঝে VWB এর চাউল বিতরণ করলেন চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮ নং দেশীগ্রাম ইউনিয়নে রবিবার ৩০ …