Friday , 16 January 2026

দোহারের নারিশা সাতভিটায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

॥ বিশেষ  প্রতিনিধি ॥

ঢা কার দোহারের নারিশা সাতভিটা এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে বুধবার বিকেলে নারিশার সাতভিটা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

শুধু মাদক নয়, সমাজে যে কোন ধরনের অপরধের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমরা তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখবো। আমরা আমাদের ফাঁড়ির সামনে একটি অভিযোগ বক্স বসিয়েছি, আপনারা সেখানেও মাদকসহ সকল অপরাধীদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন।

সভায় বক্তারা বলেন, মাদক যুবকদের পাশাপাশি পুরো সমাজকেই ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যারা অভিভাবক আছেন তারা সবসময় সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। কখন কোথায় কি করছে, কাদের সাথে চলাফেরা করছে সব বিষয়ে খেয়াল রাখবেন। যাদের মাদকের সাথে সম্পৃক্ততা আছে তাদের সাথে আপনার সন্তানকে মিশতে দিবেন না, বরং মাদককারবারী ও মাদকসেবীদের তথ্য দিয়ে প্রশাসনকে গোপনে সহায়তা করবেন। মাদকের এই ভয়াল থাবা থেকে সমাজকে বাঁচাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে।

মাদক বিরোধী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, স্থানীয়দের আয়োজনে এধরনের সভা প্রতিটি এলাকায় করা প্রয়োজন। যারা মাদক ব্যবসায়ী আছেন এবং মাদক সেবন করে তাদের বিরুদ্ধে আমাদের তথ্য দিবেন, আমরা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। শুধু মাদক নয়, সমাজে যে কোন ধরনের অপরধের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমরা তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখবো। আমরা আমাদের ফাঁড়ির সামনে একটি অভিযোগ বক্স বসিয়েছি, আপনারা সেখানেও মাদকসহ সকল অপরাধীদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন।

আব্দুর রব ফকিরের সভাপতিত্বে ও শেখ হারুনের সঞ্চালনায় জুলহাস বেপারী, জাহাঙ্গীর, মো. লিমন, মো. ওহাব সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত প্রতিযোগিতা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শু ক্রবার ১৬ জানুয়ারী ২০২৬ উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ …