Tuesday , 20 May 2025

পাংশায় বিএনপির আনন্দ মিছিল-সমাবেশ

॥  মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥

ওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করণে পাংশা শহরে বুধবার (১৪ মে) বিকালে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোজাম্মেল মন্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে ৫টার দিকে পাংশা থানা মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে প্রধান সড়ক হয়ে শহরের মালেক প্লাজা চত্বরে পৌঁছে সেখানে সমাবেশ করে বিএনপি।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর উপস্থাপনায় সমাবেশে পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রুহুল আমীন, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবু সরদার, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি রাশেদ ও পাংশা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন সমাবেশে বক্তব্য রাখেন।

পাংশা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আলী আহসান মুজাহিদ, পাংশা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, বিএনপি নেতা মিলন হোসেন, আজিজুল ইসলাম, আমিরুল ইসলাম ও মোজাম্মেল মন্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে পদত্যাগকারী নেতা অন্তর্ভুক্তি, ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা

॥  মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে পদত্যাগ করা …