॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
স্ব রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক আর দুর্নীতি যদি কমানো যায় তাহলে দেশটা এগিয়ে যাবে।
মানুষ এখন খুব অসহিষ্ণু হয়ে গেছে। এর বড় কারণ মাদক। মাদক থেকে আমাদেরকে দেশটাকে মুক্ত করতে হবে। মাদক আর দুর্নীতি কমানো গেলেই দেশ এগিয়ে যাবে।
শনিবার দুপুরে মোংলায় কোস্ট গার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, কোন ধরনের খুন-জখম বরদাস্ত করা হবেনা।
মানুষ এখন খুব অসহিষ্ণু হয়ে গেছে। এর বড় কারণ মাদক। মাদক থেকে আমাদেরকে দেশটাকে মুক্ত করতে হবে। মাদক আর দুর্নীতি কমানো গেলেই দেশ এগিয়ে যাবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, নৌবাহিনী, নৌপুলিশ, বনবিভাগ এবং মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১১ জানুয়ারি কোস্ট গার্ডের ওয়ার্কশপ ও স্লিপওয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোট ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা। যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা পোর্ট, নৌপুলিশ, বনবিভাগ এবং বিআইডব্লিউটিএ’র নৌযান মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল