Tuesday , 20 May 2025

পাংশায় স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়ে মানবিক কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করল আনসার-ভিডিপি

॥  মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা পৌরসভার গুধিবাড়ী গ্রামের দরিদ্র কৃষক মাহমুদ আলীর ৫০ শতাংশ জমির পাকা ধান শনিবার (১৭ মে) স্বেচ্ছাশ্রমে কেটে দিয়ে মানবিক কার্যক্রমের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে পাংশার আনসার ও ভিডিপির সদস্যরা।

তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষক মাহমুদ আলীর ৫০ শতাংশ জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেওয়া হয়েছে। ক্ষেতের পাকা ধান কেটে দেওয়ায় কৃষক মাহমুদ আলী উপকৃত হয়েছেন। কোন কৃষক যদি অর্থের অভাবে ক্ষেতের ধান ও পাট কাটতে না পারে এবং তিনি যদি সহযোগিতা চায় তবে আনসার ও ভিডিপি মানবিক কারণে সহযোগিতা করতে তার পাশে দাঁড়াবে।

জানা যায়, প্রয়োজনীয় অর্থ ও জনবলের অভাবে কৃষক মাহমুদ আলী তার ক্ষেতের পাকা ধান কাটতে পারছিল না। তার হতাশার বিষয়টি জানার পর পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন বিষয়টি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক ও রাজবাড়ী জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুনের নেতৃত্বে ১৫ সদস্যের আনসার ও ভিডিপির প্রতিনিধি দল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা সময় পর্যন্ত ওই কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দেয়।

এ ব্যাপারে পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন বলেন, সাধারণ মানুষের কল্যাণে মানবিক কাজ করার জন্য আনসার ও ভিডিপির কর্মকর্তাদের নির্দেশনা আছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষক মাহমুদ আলীর ৫০ শতাংশ জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেওয়া হয়েছে। ক্ষেতের পাকা ধান কেটে দেওয়ায় কৃষক মাহমুদ আলী উপকৃত হয়েছেন। কোন কৃষক যদি অর্থের অভাবে ক্ষেতের ধান ও পাট কাটতে না পারে এবং তিনি যদি সহযোগিতা চায় তবে আনসার ও ভিডিপি মানবিক কারণে সহযোগিতা করতে তার পাশে দাঁড়াবে।

মোছাম্মৎ শাহেদা খাতুন আরো বলেন, উপজেলা কোম্পানী কমান্ডার, ভিডিপি ওয়ার্ড লিডার, ইউনিয়ন আনসার কমান্ডার ও ভিডিপির সদস্যদের সমন্বয়ে প্রতিনিধি দল স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেওয়ার মানবিক কার্যক্রমে অংশ নেয়। তিনি মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

Check Also

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে পদত্যাগকারী নেতা অন্তর্ভুক্তি, ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা

॥  মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে পদত্যাগ করা …