॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
সা তক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে পদত্যাগ করা এক সাবেক বিএনপি নেতাকে জেলা বিএনপির গঠিত সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।ইউনিয়নের একাধিক বিএনপি নেতা, যারা নাম প্রকাশে অনিচ্ছুক, জানান—আনিচুজ্জামান অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন।
জানা গেছে, ২০১৯ সালে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন ইসলামকাটি ইউনিয়ন যুবদলের তৎকালীন সভাপতি শেখ আনিচুজ্জামান। পদত্যাগের বিষয়টি ২০১৯ সালের ২৬ জানুয়ারি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক ‘সাতনদী’ পত্রিকায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ পায়। দল থেকে পদত্যাগের পর দীর্ঘ সময় রাজনীতির বাইরে থাকলেও সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও সক্রিয় হয়ে উঠেছেন তিনি।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, চলতি বছরের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার পর পুনরায় রাজনীতিতে সক্রিয় হন আনিচুজ্জামান। এরপর থেকেই বিভিন্ন সভা-সমাবেশ ও মিছিল-মিটিংয়ে তাকে দেখা যাচ্ছে। সম্প্রতি জেলা বিএনপি ইসলামকাটি ইউনিয়নের জন্য একটি সার্চ কমিটি গঠন করলে তাতে তার নাম অন্তর্ভুক্ত হয়। এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা।
ইউনিয়নের একাধিক বিএনপি নেতা, যারা নাম প্রকাশে অনিচ্ছুক, জানান—আনিচুজ্জামান অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন। তার কারণে দলের বহু নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও তারা অভিযোগ করেন। এমন একজন সুবিধাবাদী নেতাকে গুরুত্বপূর্ণ সার্চ কমিটিতে স্থান দেওয়ায় দলের প্রতি আস্থা হারাচ্ছেন তৃণমূল কর্মীরা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে শেখ আনিচুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় নেতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে আনিচুজ্জামানকে সার্চ কমিটি থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি।