॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো পৌরসভার স্বাস্থ্য বিভাগের পুরাতন ও নতুন নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার ও ভলেন্টিয়ার স্বাস্থ্যকর্মীদের নিয়ে ৩ দিনব্যাপী ইপিআই বেসিক ফর ভ্যাক্সিনেটরস এন্ড সুপারভাইজারস্ অ্যাট সিরাজগঞ্জ মনিসিপালিটি প্রশিক্ষণ।
স্বাস্থ্য বিভাগের পুরাতন ও নতুন নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার ও ভলেন্টিয়ার স্বাস্থ্যকর্মীদের নিয়ে ৩ দিনব্যাপী ইপিআই বেসিক ফর ভ্যাক্সিনেটরস
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের সুযোগ্য ডিডিএলজি জনাব মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান,
পরিচালক ( স্বাস্থ্য) রাজশাহী বিভাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নুরুল আমিন , সিভিল সার্জন সিরাজগঞ্জ,
ডা: জুলিয়া আক্তার, ডেপুটি সিভিল সার্জন, মো: রফিকুল ইসলাম
পৌর নির্বাহী কর্মকর্তা, ডাঃ এ কে এম ফরহাদ হোসেন, ডা: রেজাউল ইসলাম, ডা: আজবার আলী, ডা: ফয়সাল আহমেদ প্রমুখ :। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিগণ বলেন ভালোভাবে হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে, বেশি বেশি গাইড বই পড়তে হবে,
ভ্যাকসিন দেওয়া শিখতে হবে, টিকাদান পরবর্তী বিরূপ ঘটনা সম্পর্কে সচেতন থাকতে হবে, নিজ নিজ কর্ম এলাকায় টিকাদানের পাশাপাশি নবজাতক প্রসূতি মায়ের খোঁজ খবর রাখতে হবে, জন্ম নিবন্ধনের কার্যক্রম ওখানেই সম্পন্ন করতে হবে। আগামী বৃহস্পতিবার ২২ মে২০২৫ এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।