Friday , 23 May 2025

পাংশায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালনে প্রস্তুতি সভা

॥  মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশায় মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালনে বুধবার (২১ মে) সন্ধ্যায় পাংশা মিডিয়া কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালনে বুধবার (২১ মে) সন্ধ্যায় পাংশা মিডিয়া কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সহিদুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা সরকারী কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও মুক্ত কলম সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের উপদেষ্টা অধ্যাপক মো. ইজাজুল হক, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও মুক্ত কলম সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের উপদেষ্টা অধ্যাপক হাজারী আবুল হাশিম, ড. কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ ও মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা বিকাশ চন্দ্র বসু, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের দপ্তর সম্পাদক কবি মো. এবাদত আলী সেখ, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি কবি মোল্লা মাজেদ, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা ও খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস.এম. কায়কোবাদ, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ফিরোজ হায়দার, হিমাংশু কুন্ডু রকেট ও সন্ধ্যা রানী কুন্ডুসহ মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক মো. মোক্তার হোসেন।

সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংস্থার সভাপতি অধ্যাপক মো. সহিদুর রহমান জানান, বিকাল আড়াইটায় পাংশা শহরস্থ আব্দুল মালেক প্লাজার দ্বিতীয় তলায় পাংশা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের যথা সময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার আহবান জানান তিনি।

Check Also

বগুড়ার শেরপুর উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নে ২০৫ জন ভাতা ভোগী কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ

॥ শেরপুর (বগুড়া) উপজেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ২২ মে ২০২৫ বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহ্ …