॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
নো য়াখালীর সুধারাম থানার কালাদরাপ ইউপিতে রাতের অন্ধকারে বসতঘরে ঢুকে হামলা ভাংচুর,নগদ টাকা ও স্বনালংকার লুটপাটের ঘটনা ঘটে।
আদালতের সিদ্ধান্ত অমান্য করে ক্ষীপ্ত হয়ে তার নেতৃত্বে তার ছেলে ইকবাল,খালিদ, বায়জিদ শিবলী সহ ৫০/৬০ জনের সন্ত্রাসী ধারালো অস্র নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় তার বস
এসময় সন্ত্রাসীদের হামলায় নারী পুরুষ সহ একই পরিবারের ৪ জন আহত হয়। আহতের মধ্যে ২ জন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
আহতরা হলেন বাড়ির মালিক মাওলানা মনিরুল ইসলাম (৬৫), সাবিকুন নাহার(২১), কাউসারা বেগম(৪৫), রাবেয়া বেগম (৫৫)।
ঘটানাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১১ টায় মহব্বতপুর গ্রামের মনিরুল ইসলামের বাড়িতে।
ভুক্তভোগী আহত মাওঃ মনিরুল ইসলাম জানান, জায়গা জমি নিয়ে প্রতিপক্ষ মাওলানা নাসিরুল ইসলামের সাথে বিরোধ ছিল। আদালত উভয় পক্ষকে স্থীতাবস্তা বজায় রাখার নির্দেশ দেন। একইসাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুধারাম থানার অফিসার ইনচার্জকে অনুলিপি প্রদানের নির্দেশ দেন।
আদালতের সিদ্ধান্ত অমান্য করে ক্ষীপ্ত হয়ে নাসিরুলে নেতৃত্বে তার ছেলে ইকবাল, গালিব, বায়জিদ শিবলীসহ ৫০/৬০ জনের সন্ত্রাসী দেশিয় ধারালো অস্র নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় তার বসতঘরে ঢুকে অস্র দিয়ে কুপিয়ে ভাংচুর তান্ডব চালায়। এতে তার ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। সন্ত্রাসীর ঘরের আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে ।
হামলার সময় শৌরচিৎকার করলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ তাদের বাড়িতে আসতে সাহস পায়নি। সন্ত্রাসীরা চলে যাবার পর স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ও ১ মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ থানাকে জানাননি বা লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।