Friday , 23 May 2025

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

॥ মনিরুজ্জামান মনি , সাতক্ষীরা জেলা প্রতিনিধি  ॥

সা তক্ষীরায় “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাতক্ষীরা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

তিনি বলেন, “সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা মানতে হবে, অপ-সাংবাদিকতা পরিহার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিয়োজিত হতে হবে। প্রেস কাউন্সিল বিভাজনের বিপক্ষে, আমরা ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি।”

কর্মশালার প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, “সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা মানতে হবে, অপ-সাংবাদিকতা পরিহার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিয়োজিত হতে হবে। প্রেস কাউন্সিল বিভাজনের বিপক্ষে, আমরা ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি।”

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধির ওপর বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল প্রমুখ।

দিনব্যাপী এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে  সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

Check Also

উল্লাপাড়ায় কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে হৃষ্টপুষ্ট ষাঁড়, ষাঁড় মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা!

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ কো রবানির ঈদ দরজায় কড়া নাড়ছে। এই আবহে …