Thursday , 4 December 2025

পাংশার বাহাদুরপুর ইউপিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপিতে শনিবার (২৪মে) ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বাজেট সভায় ১ কোটি ৫১ লাখ ১৮ হাজার ১৯০ টাকার বাজেট উত্থাপন করেন। ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেনসহ ইউপি মেম্বারগণ বাজেট সভায় বক্তব্য রাখেন।

বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মোঃ সজিব হোসেনের সভাপতিত্বে এবং ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকারের উপস্থাপনায় বাজেট সভায় প্যানেল চেয়ারম্যান জামরুল ইসলাম, ইউপি সদস্য ওয়াজেদুর রহমান ডাবলু, খোয়াজুর রহমান, জসিম উদ্দিন, রুহুল আমীন, হেলেনা পারভীন, রেহেনা খাতুন ও পারুল খাতুন, বাহাদুরপুর কৃষি ব্যাংকের ম্যানেজার সেলিম রেজা, বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবেদ আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক গোলাম রব্বানী ও তথ্য সেবা কেন্দ্রের মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

বাহাদুরপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকার বাজেট সভায় ১ কোটি ৫১ লাখ ১৮ হাজার ১৯০ টাকার বাজেট উত্থাপন করেন। ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেনসহ ইউপি মেম্বারগণ বাজেট সভায় বক্তব্য রাখেন।

Check Also

ফুলবাড়ীতে যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন।

॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী …