Wednesday , 3 September 2025

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

সো মবার ২৬ শে মে২০২৫ সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ফুড অফিসের ৭০ জন সাব ইন্সপেক্টরদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল : দাপ্তরিক কাজে ভদ্রতা – শিষ্টাচার, নৈতিকতা ও সেবা ধর্মীতা, গুদাম ঘাটতি ও পরিবহন ঘাটতি সংক্রান্ত আধুনিক ব্যবস্থাপনা পত্র জারি – ও গ্রহণ, অভ্যন্তরীণ ও সামাজিক নিরাপত্তা ঘাটতি ।

গুদাম ব্যবস্থাপনায় বিভিন্ন রেকর্ড, রেজিস্টার সংরক্ষণ, প্রতিপালন, দাপ্তরিক কাজে ভদ্রতা, শিষ্টাচার নৈতিকতা ও সেবা ধর্মিতা রেকর্ড ও নথি ব্যবস্থাপনা, যথাযথ নির্ভুল রিপোর্ট রিটার্ন ঊর্ধ্বতন দপ্তরে পেরণ,সাপ্তাহিক ও পাক্ষিক মজুদ প্রতিবেদন এবং অন্যান্য প্রতিবেদন প্রেরণে দায়িত্ব ও কর্তব্য, গুদাম ঘাটতি ও পরিবহন ঘাটতি সংক্রান্ত, আধুনিক অফিস ব্যবস্থাপনা, পত্র জারি ও গ্রহণ, অভ্যন্তরীণ ও সামাজিক নিরাপত্তা অডিট বিষয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ফুড অফিসে কর্মরত স্টাফদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ, তাদের কর্মক্ষেত্রে অনেক ফলপ্রসু হবে।

প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল : দাপ্তরিক কাজে ভদ্রতা – শিষ্টাচার, নৈতিকতা ও সেবা ধর্মীতা, গুদাম ঘাটতি ও পরিবহন ঘাটতি সংক্রান্ত আধুনিক ব্যবস্থাপনা পত্র জারি – ও গ্রহণ, অভ্যন্তরীণ ও সামাজিক নিরাপত্তা ঘাটতি ।

রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন : জনাব মোঃ হারুন অর রশিদ জেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজগঞ্জ, জনাব মোঃ মোহাজের হাসান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজগঞ্জ সদর, জনাব মোঃ কামরুল আহমেদ প্রধান সহকারী সিরাজগঞ্জ।

Check Also

তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে সদরনপৌরসভা ১-০ গোলে জয়ী।

॥ এম আরিফুল ইসলাম , সলঙ্গা  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বু ধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে …