Thursday , 4 December 2025

মোংলা বন্দরের ৩১৫০ শ্রমিক-কর্মচারীর মাঝে কোরবানির ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা বন্দরের ৩১৫০ জন শ্রমিক-কর্মচারীর মাঝে কোরবানির ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে পৌর শহরের মাদ্রাসা রোডের ষ্টিভিডরস কোম্পানি মেসার্স গফুর ব্রাদার্স চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এবং ষ্টিভিডরস কোম্পানি মেসার্স হাশেম এন্ড সন্সের মালিক মোঃ জুলফিকার আলী।

 

ষ্টিভিডরস কোম্পানি মেসার্স গফুর ব্রাদার্স চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক

মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট ও বার্থ-শিপ অপারেটরের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, ডাল, লবণ, তেল, সেমাই, দুধ ও সাবান।

এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, মেসার্স মাহবুব ব্রাদার্স এন্ড কোং’র মালিক মাহবুবুর রহমান টুটুল, মেসার্স মক্কা-মদিনা’র মালিক গোফরান হোসেন, মেসার্স টি, হক এন্ড কোম্পানীর মালিক আলমগীর হোসেন।

Check Also

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন দেশের কল্যাণের জন্য বেগম খালেদা জিয়া-রুহেল

॥  সাদ্দাম উদ্দিন রাজ , নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল …