॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা আজিজ সরদার বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে জামান এন্টারপ্রাইজের একটি পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারায় ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বাস যাত্রী সাধারণের নিকট থেকে নির্ধারিত মূল্য নেওয়ার ক্ষেত্রে জনসচেতনতামূলক পরামর্শ প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আবু দারদা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে পাংশা আজিজ সরদার বাস স্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আবু দারদা। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামান এন্টারপ্রাইজের একটি পরিবহনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বাস যাত্রী সাধারণের নিকট থেকে নির্ধারিত মূল্য নেওয়ার ক্ষেত্রে জনসচেতনতামূলক পরামর্শ প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আবু দারদা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল