Tuesday , 4 November 2025

অস্ত্র-মাদকসহ সাতক্ষীরায় সাবেক এমপির পুত্র আটক

॥ সাতক্ষীরা  জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন বিলাসবহুল বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

তল্লাশিতে ৩ শতাধিক ইয়াবা বড়ি, একটি রাইফেল, একটি তলোয়ার, বিদেশি মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়।

দুই ঘণ্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ। অভিযানের শুরুতেই রুমন নিজ ঘরের দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। তবে যৌথবাহিনী তাকে আটক করে তল্লাশি চালায়।

তল্লাশিতে ৩ শতাধিক ইয়াবা বড়ি, একটি রাইফেল, একটি তলোয়ার, বিদেশি মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়।

আটক সাফায়াত সরোয়ার রুমন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তার মা রিফাত আমিন বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ছিলেন।

সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাদক ও অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Check Also

নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে …