Tuesday , 1 July 2025

আশাশুনি উপজেলায় ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত ছিল

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥

শাশুনি উপজেলায় পবিত্র ঈদুল আযহার ছুটি চলাকালীন সময়েও উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্র সমূহে কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কেন্দ্র গুলোতে অব্যাহত ছিল জরুরীসেবা কার্যক্রম। মানবিক দিক বিবেচনা করে ঈদুল আযহার দীর্ঘ ১০ দিনের ছুটির মধ্যেও জরুরী এই সেবা কার্যক্রম চালু রেখে ছিলেন কর্তৃপক্ষ।

মা ও শিশু কল্যান কেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবা মাও শিশু স্বাস্থ্য সেবা ও ২৪/৭ ডেলিভারী সেবা চালু রাখা হয়। যার প্রেকিতে এলাকার জনগন স্বাস্থ্য সেবা পেয়ে অনেক খুশি হয়েছে। ঈদের ছুটিতে উক্ত উপজেলার ১৬ জনকে গর্ভকালীন সেবা, ০৭ জনকে গর্ভবতী”সেবা, ৪৯ জনকে শিশু সেবা, ১৪২ জনকে সাধারন রুগী সেবা,

সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশন আরার জামান সার্বিক তত্ত্বাবধায়নে আশা শুনি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ এস.এম. আতাহার আলী, এর পরিচালনায় অব্যাহত ছিল জরুরী এই সেবা কার্যক্রম।

এ বিষয়ে ডাঃ এস.এম. আতাহার আলী, বলেন, ছুটির মধ্যে আমরা ঈদুল আযহার ছুটির মধ্যেও স্থানীয় বিশেষ ব্যবস্থাপনায় সেবা কেন্দ্রগুলো খোলা রাখার মাধ্যমে আমরা আমাদের জরুরী সেবা কার্যক্রম অব্যাহত রেখেছিলাম। সকল ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার কল্যান কেন্দ্র ও দরগাহপুর মা ও শিশু কল্যান কেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবা মাও শিশু স্বাস্থ্য সেবা ও ২৪/৭ ডেলিভারী সেবা চালু রাখা হয়। যার প্রেকিতে এলাকার জনগন স্বাস্থ্য সেবা পেয়ে অনেক খুশি হয়েছে। ঈদের ছুটিতে উক্ত উপজেলার ১৬ জনকে গর্ভকালীন সেবা, ০৭ জনকে গর্ভবতী”সেবা, ৪৯ জনকে শিশু সেবা, ১৪২ জনকে সাধারন রুগী সেবা, ০৫ জন কিশোর ০৯ ও জন কিশোরী সেবা প্রদান করা হয়।

Check Also

হাতিয়ায় ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫ টি আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ী কে‌ আটক করেছে কোস্টগার্ড।।

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ নো য়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের দুর্গম …