Sunday , 17 August 2025
২ হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান রেজা (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

গোয়ালন্দে দুই সহস্রাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রা জবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে ২ হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান রেজা (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে ফরিদপুর জেলার কোতয়ালী থানার ভাজনডাঙা গ্রামের আব্দুল হকের ছেলে।

এসময় তার কাছ থেকে ২ হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানা, ঢাকা শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

সোমবার সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে তাকে আটক করা হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল পেশাদার মাদক ব্যবসায়ী হাসান রেজাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২ হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানা, ঢাকা শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

Check Also

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর, ব্রহ্মরাজপুর, বাশদাহা ইউনিয়নে কৃষক দলের ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥ র বিবার ১৭আগস্ট সকাল ১০টায় সাতক্ষীরা সদর …