Tuesday , 1 July 2025

ভর্তি কোচিং রেটিনা সিরাজগঞ্জ শাখার উদ্বোধন

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

গৌ রবোজ্জল সফলতার স্বাক্ষরবাহী এক অনন্য কোচিং “রেটিনা ” ঢাকা ও বগুড়া হতে পরিচালিত সিরাজগঞ্জ শাখার উদ্বোধন। বস্তুুনিষ্ঠ প্রচারণা, দেশের সেরা মেডিকেল কলেজগুলোর মেধাবী সব শিক্ষকমন্ডলী, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা, একাধিক বইয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটি বইয়ে একত্রীকরণ, (মূল বই + রেটিনা ডাইজেস্ট) = কমপ্লিট প্রিপারেশন, যথাযথ ও নিখুঁত মূল্যায়ন পদ্ধতি, নিয়মিত ক্লাসে উপস্থিতি মনিটরিং ও রেজাল্ট ভিত্তিক কাউন্সেলিং, রেটিনা কোচিং এর মূল বৈশিষ্ট্য। এছাড়াও রয়েছে অনলাইন ক্লাস, নিবিড় পর্যবেক্ষণ এবং অভিভাবক সমাবেশ, এডমিশন ফরম ফিলাপ নিয়ে দিক নির্দেশনা, নিবিড় তত্ত্বাবধান, পরীক্ষা পূর্ববর্তী বন্ধকালীন এক মাসের সর্বোচ্চ ব্যবহার।

 

আকাশ পানে দুহাত বাড়াই নতুন কথা বলি, নবীন প্রাণের রঙিন ডানায়, স্বপ্ন বুনে চলি, ইচ্ছে দোলায় দোদুল দুলে, মেঘ পিওনের ব্যাগটা খুলে, বৃষ্টি ঝরাই মন গহীনে, বাজাই সুখের বীণ,একদিন ঠিক এনে দেবো নতুন রাঙ্গা দিন।,

মেডিকেলে স্বপ্ন পূরণে সারাদেশে রেটিনা কোচিং এর রয়েছে ২৯ টি শাখা। সিরাজগঞ্জ জেলা শহরের প্রান্তিক জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে “রেটিনা ” মেডিকেল ভর্তি কোচিং এখন সিরাজগঞ্জ শহরের আভিসিনা ক্লিনিকের দক্ষিণ পার্শের সুজুকি মোটরসাইকেল শোরুমের তৃতীয় তলায়।

আপনার ছেলে মেয়ের স্বপ্নপূরণে রেটিনার সাথেই থাকুন , আমন্ত্রণে রেটিনা শিক্ষা পরিবার সিরাজগঞ্জ। 01896062990.আকাশ পানে দুহাত বাড়াই নতুন কথা বলি, নবীন প্রাণের রঙিন ডানায়, স্বপ্ন বুনে চলি, ইচ্ছে দোলায় দোদুল দুলে, মেঘ পিওনের ব্যাগটা খুলে, বৃষ্টি ঝরাই মন গহীনে, বাজাই সুখের বীণ,একদিন ঠিক এনে দেবো নতুন রাঙ্গা দিন।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …