Tuesday , 1 July 2025

ফুলবাড়ীতে পিকআপ মটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত।

॥  আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে পিকআপ মটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে।
১৭ই জুন মঙ্গলবার সকাল পৌনে ৭টায় ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্লাস্টিকের ক্যারেট বোঝাই একটি পিকআপ ঢাকা মেট্রো-ন ১৯-১৬২৬ দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে ছেড়ে আসা মটরসাইকেল এর সাথে সংঘর্ষ হয়ে পিকআপ টি সড়কের পাশে উল্টে যায় মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ১৭ জুন মঙ্গলবার মটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার জন্য দুই বন্ধু রওনা দেন,সকাল পৌনে ৭টায় ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প ডাঙ্গা পাড়া এলাকায় পৌঁছালে প্লাস্টিকের ক্যারেট বোঝাই একটি পিকআপ ঢাকা মেট্রো-ন ১৯-১৬২৬ দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে ছেড়ে আসা মটরসাইকেল এর সাথে সংঘর্ষ হয়ে পিকআপ টি সড়কের পাশে উল্টে যায় মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মটরসাইকেলে থাকা আরোহী দুজন কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলাম এর ছেলে সাজু ইসলাম(৩৩)একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোতালেব হোসেন(২৭), এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহীব্বুল ইসলাম নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় দুজনকে মৃত অবস্থায় পায় এবং সুরতহাল করার জন্য পাঠানো হয়েছে,ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটোকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …