Tuesday , 1 July 2025

সিরাজগঞ্জের তাড়াশে ৩ নারীসহ শ্রমিকলীগ নেতা আটক

॥ তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের তাড়াশে ৩ নারীসহ শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মান্নান নগর বাজারের ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাসুদ রানা দীর্ঘদিন ধরে ওই নারীদের দিয়ে ওই বাজার এলাকায় দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

 

স্থানীয়রা বলেন, শ্রমিক লীগ নেতা মাসুদ রানা একজন নারী কারবারি। সে বিভিন্ন এলাকা থেকে মেয়ে নিয়ে এসে এ এলাকায় দেহ ব্যবসা করায়। তারা কেউ নৃত্যশিল্পী নয়। এদের অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

থানা পুলিশ জানায়, মান্নান নগর বাজারে স্থানীয়দের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপ কর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৫০) ও নাটোর জেলার লালপুর উপজেলার জদ্দবগী গ্রামের সম্পা আক্তার (২৩), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার লতুবদি গ্রামের সোনিয়া (২৩) ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মীম আক্তার (১৯)কে আটক করা হয়। সলঙ্গা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা তাড়াশের মান্নান নগর বাজারে বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়ে এনে দেহ ব্যবসা করছিলেন।

এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করেন। এদিকে অভিযুক্ত সম্পা আক্তার বলেন, আমরা যৌন কর্মী না। আমরা নৃত্যশিল্পী । বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করে থাকি। মিথ্যা অভিযোগে পুলিশ
আমাদের আটক করে থানায় নিয়ে এসেছেন।অভিযুক্ত মাসুদ রানা বলেন, এরা নাচের শিল্পী। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য করার জন্য তাদের আনা হয়েছিল।

তবে স্থানীয়রা বলেন, শ্রমিক লীগ নেতা মাসুদ রানা একজন নারী কারবারি। সে বিভিন্ন এলাকা থেকে মেয়ে নিয়ে এসে এ এলাকায় দেহ ব্যবসা করায়। তারা কেউ নৃত্যশিল্পী নয়। এদের অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপ কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …