॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির যশাই গ্রামে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শশুর সায়েদুল ইসলামকে বাড়ীতে আটকে রেখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে।এসআই মিনহাজ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ তাৎক্ষণিকভাবে আসামী মিজান মন্ডল ও তার ২ ছেলে আবু দাউদ মন্ডল ও নাজমুল মন্ডলকে গ্রেফতার করে।
এ ঘটনায় পুলিশ নির্যাতনের শিকার সায়েদুলকে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার সায়েদুল ইসলাম (৩৮) যশাই ইউপির সমসপুর গ্রামের লিয়াকত প্রামানিকের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে সায়েদুল ইসলাম যশাই গ্রামে যায়। সেখানে সায়েদুল ইসলামের কাছে পাওনা ১ লাখ টাকার জন্য জামাই আবু দাউদ মন্ডলসহ পরিবারের লোকজন বাকবিতন্ডা করে। এক পর্যায়ে শশুর সায়েদুল ইসলামকে গাছের সাথে বেঁধে তারা নির্যাতন করে।
খবর পেয়ে পাংশা থানার এসআই মিনহাজ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েদুল ইসলামকে উদ্ধার করে। পরবর্তীতে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় সায়েদুল ইসলাম বাদী হয়ে যশাই গ্রামের শওকত মন্ডলের ছেলে মিজান মন্ডল (৫৭) এবং মিজান মন্ডলের ২ ছেলে আবু দাউদ মন্ডল (২৭) ও নাজমুল মন্ডল (১৮)কে আসামী করে পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৫, তারিখ ১৯/০৬/২০২৫, ধারা- ৩৪১/৩৪২/৩২৩/৩৭৯/১১৪।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মিনহাজ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ তাৎক্ষণিকভাবে আসামী মিজান মন্ডল ও তার ২ ছেলে আবু দাউদ মন্ডল ও নাজমুল মন্ডলকে গ্রেফতার করে।
পাংশা মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। আসামীদের মধ্যে আবু দাউদ বাদী সায়েদুল ইসলামের জামাই। জামাই শশুরের এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।