Tuesday , 1 July 2025

যুবনেতা মুন্নার উপর হামালায় মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’র প্রতিবাদ সভা 

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বাং লাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও মোংলা পৌর যুবদলের নেতা রাহাত হোসেন মুন্নার উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

ইউনিয়নের নির্বাচন না হওয়া পর্যন্ত এই দুই জন  আপাতত দ্বায়িত্বে বহাল থাকবে সদস্যদের দাবি বলে জানায় তারা।

মোংলা বন্দর মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিক কর্মচারী সংঘ রেজি:১৩৯৫ এর আয়োজনে এ প্রতিবাদ সভা করা হয়।

এ সময়   মোঃ বেল্লাল লোকাস, মোঃ  রফিক, মোঃ সুজন, মোঃ জাহিদুল ইসলাম সাদ্দাম,মোঃ  হারুন মোল্লা ও  ইউনিয়নের সাবেক এবং  বর্তমান নেতৃবৃন্দরা সহ সদস্যরা উপস্থিত ছিলো।

উল্লেখ্য মোংলা বন্দর মেরিন ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিক কর্মচারী সংঘ এর সদস্যদের সম্মতি সহ সকলের  গন স্বাক্ষরের ভিত্তিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সভাপতি পদে দায়িত্ব পালন করবেন  মোঃ রফিক হোসেন  ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন  মোঃ জাহিদুল ইসলাম (সাদ্দাম)

ইউনিয়নের নির্বাচন না হওয়া পর্যন্ত এই দুই জন  আপাতত দ্বায়িত্বে বহাল থাকবে সদস্যদের দাবি বলে জানায় তারা।

Check Also

হাতিয়ায় ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫ টি আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ী কে‌ আটক করেছে কোস্টগার্ড।।

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ নো য়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের দুর্গম …